• ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই জিলকদ, ১৪৪৫ হিজরি

কদমতলীর সমাজসেবী হাজী ছলচু মিয়া আর নেই

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০১৯
কদমতলীর সমাজসেবী হাজী ছলচু মিয়া আর নেই

মেহরাবের পিতৃবিয়োগ : ক্রিকেটার এসোসিয়েশনের সভাপতি নাচনের শোক

সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলী এলাকার বাসিন্দা মৃত ছোয়াব মিয়ার বড় ছেলে সমাজসেবী হাজী মোঃ ছলচু মিয়া আর নেই।  ইন্না……….রাজিউন। শনিবার রাত ৮: ৫০ মিনিটের সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী হাসপাতালে  মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনির বয়স হয়েছিলো ৭২ বছর।  ১ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক মোঃ ছলচু মিয়া তিন ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন। মরহুমের নামাজে যানাজা রবিবার বাদ যোহর কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্টিত হবে।  সমাজসেবী হাজী মোঃ ছলচু মিয়ার অকাল মৃত্যুতে শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, কদমতলীর প্রধান মুরব্বী আলহাজ সোলেমান বকস্, বীরমুক্তি যোদ্ধা আলহাজ রফিকুল হক, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) ও ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর রোটারিয়ান আলহাজ তৌফিক বকস্ লিপন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আব্দুল মালিক মারুফ, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ হেলাল বকস্, হযঃ দরিয়া শাহ মাজার কমিটির সেক্রেটারী হাজী সমরাজ মিয়া, মোতায়াল্লী মো. মহসীন আলী চুন্নু প্রমুখ।  প্রেস-বিজ্ঞপ্তি।